নিয়তির নিষ্ঠুর আহবানে ছেড়ে চলে গেলেন বিশিষ্ট শিল্পী ইরফান খান l হিন্দি সিনেমা জগতে যার অবদান বিশেষ l দীর্ঘ পরিশ্রমের পর উন্নতির শিখরে পৌছে ছিলেন তিনি কিন্তু মাত্র 54 বছর বয়সে দুরারোগ্য ব্যাধির কারণে পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি, আর রেখে গেলেন সিনেমা জগতে ওনার অমরকীর্তি কাহিনী l
সমগ্র শিল্পীমহল আজ গভীর ভাবে শোকাহত l শিল্প জগৎ হারালো এক অনবদ্য শিল্পীকে l ওনার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার ছিল কিন্তু সেই যাত্রার ছন্দপতন ঘটে মাঝপথেই lওনার বিপুলসংখ্যক ভক্তরা আজ শোকস্তব্ধ l
স্বাধীন ট্রাস্টের পক্ষ থেকে ইরফান খানের অকালপ্রয়াণে রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি l হে মহান শিল্পী তোমার আত্মার চির শান্তি কামনায় সকলে আমরা